মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রামবাসী ৩ ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আটক তিনজনের নামে বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে কিশোরীর পিতা আলাউদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন-উপজেলার বহরা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আবদাল মিয়া (১৮), একই উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে মনির মিয়া (১৮) ও বেলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে খুরশেদ মিয়া (১৮)।
ধর্ষণের শিকার কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে আটক প্রেমিক আবদাল মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলা উদ্দিনের কিশোরী কন্যাকে বেলাপুর গ্রামে নানা বাড়ি থেকে বের করে নেয়। পরে রাতে বহরা সোনাই নদীর পাড়ে রাবার ড্যামের নির্জন স্থানে ওই কিশোরীকে ধর্ষণ করে। একই স্থানে আবদালের দুই বন্ধু খুরশেদ ও মনির কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে তিন ধর্ষককে ধাওয়া দিয়ে আটক করে কাসিমনগর ফাঁড়ী পুলিশের নিকট সোপর্দ করে।
এ ব্যাপারে কাসিমনগর ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) শাহ আলম জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদে আটক তিনজনই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে।
সূত্র জানায় ধর্ষণের স্বীকার কিশোরীর পিতার সঙ্গে তার মায়ের বিবাহ বিচ্ছেদের পর কিশোরী বেলাপুর নানা তাহের মিয়ার বাড়ি থেকে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। কিশোরীর সরলতার সুযোগ নিয়ে আটক আবদাল মিয়া প্রেমের অভিনয় করে দুই বন্ধুকে নিয়ে ধর্ষণ করে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত কামরুজ্জামান জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আটক তিন ধর্ষককে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।