স্টাফ রিপোর্টার ॥ তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষ্যে গত মঙ্গলবার “তারেক পরিষদ” হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিকাল ৫ টায় এক র্যালি শহর প্রদক্ষিণ করে। তারেক পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও তারেক পরিষদের জেলা আহ্বায়ক সৈয়দ আজহারুল হকের সভাপতিত্ত্বে ও তারেক পরিষদের কেন্দ্রিয় সদস্য জেলা সদস্য সচিব মোঃ আরব আলীর পরিচালনায় বেবী স্ট্যান্ড পয়েন্টের পথসভায় বক্তব্য রাখেন জেলা তারেক পরিষদের সিনিয়র সদস্য নাছিম ভূইয়া, হানিফ আহমদ নীরব, সাইদুর রহমান কুটি মিয়া, দেলোয়ার চৌধুরী লিটন, আতাউর রহমান তালুকদার, মিজানুর রহমান সোহেল, সজলু মিয়া, ছিদ্দিকুর রহমান, আব্দুর রউফ, সাজু, মওলা, এস এ হান্নান, শুকুর মিয়া, কাজী আব্দুল আজিজ, নানু মিয়া, মনসুর, মাসুম, সোহেল, মিন্টু, সজিব, নূরুল আমিন, সাগর, আক্তার, তাউছ মিয়া, শামীম, রাকিব, জাহাঙ্গীর, রুবেল, জুয়েল মিয়া, আব্দুল লতিফ, কামাল, আশরাফ, মাইনুদ্দিন, আবদাল, খয়ের, নোমান, এমরান, শান্ত, ডাঃ শামীম, এনাম, স্বপন, জাকারিয়া, মারাজ মিয়া, আলমগীর, জসিম মিয়া, নোমান প্রমুখ। বক্তাগন অবিলম্বে তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।