স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চা-শ্রমিকসহ বিভিন্ন স্তরের দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম সেবা। গতকাল সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, এস এম রাজু আহমেদ, মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।