স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে ওসি কেএম আজমিরুজ্জামান এর নির্দেশনায় এসআই সজিব দেব রায় এর নেতৃত্বে, এসআই আলী আজহার, এসআই হেলাল উদ্দিন ও এএসআই আওলাদ হোসেনসহ একদল পুলিশ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল উপজেলার নয়ানী বনগাও এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে দুধ মিয়া (৩৮), লক্ষিপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মাসুক (৩৫), সবুজ মিয়া (৩০), সদর ইউনিয়নের আব্দুল হাইর ছেলে বাচ্চু মিয়া (৩০)। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।