শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ জহুর চান বিবি মহিলা কলেজে পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জহুর চান বিবি মহিলা কলেজে পুলিশ প্রশাসনের উদ্যোগে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে সচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার।
এছাড়াও কলেজের প্রভাষক, প্রভাষিকাবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দাঙ্গা প্রতিরোধে মেয়েদের সচেতন থাকতে হবে। নিজেদেরকে তৈরি করতে হবে সুযোগ্য সন্তান হিসেবে। স্বপ্ন দেখতে হবে সুন্দর সোনালী ভবিষ্যতের। রাষ্ট্র তোমাদের সাথে আছে। প্রজাতন্ত্রের লোক হিসেবে আমরা তোমাদের পাশে আছি সব সময়। নিজে অপরাধ থেকে দূরে থাকতে হবে এবং অন্যকেও রাখতে হবে নিরাপদ।