নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আরোগ্য কামনায় নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ শহরের নতুন বাজার মদিনা জামে মসজিদে উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আবুল খায়ের, পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, বাংলাদেশ আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন, জাতীয় পার্টি নেতা আব্দুন রকিব, জামিউর রহমান, আব্দুল মতিন মুন্নাসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীগন। সাবেক রাষ্ট্রপতি এরশাদের আরোগ্য কামনায় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মাওলানা কাজী হাসান আলী।