প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা সফল করেছেন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের প্রতিনিধি দল। মঙ্গলবার এ প্রতিনিধি দলের হবিগঞ্জ সফরকালে পৌরসভার কার্যক্রমের মূল্যায়ণ করেন। এ উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এক মূল্যায়ণ সভা। মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। সভায় প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন ইউজিআইআইপি’র টিম লিডার আজাহার আলী ও আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, অর্পনা পাল। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদসহ সকল বিভাগ ও শাখা প্রধানগন উপস্থিত ছিলেন।
সভায় ইউজিআইআইপি’র যাবতীয় শর্তাবলী পূরনে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ড বিশ্লেষণ করা হয়।