এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দিনারপুর হাই স্কুলের ১০ম শ্রেণির ৪ ছাত্রীকে প্রধান শিক্ষকের মারপিটের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে সকল শিক্ষার্থী। ওই শিক্ষকের অপসারণের দাবীতে আজ বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ও মহা-সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দুপুরে অভিযুক্ত প্রধান শিক্ষক ইংরেজী ক্লাশ নেয়ার জন্য দশম শ্রেণীতে যান। শিক্ষার্থীদের নিকট ইংরেজী মেইন বই তলব করেন। বই না থাকায় শিক্ষার্থী নাজমিন আক্তার, ফাহিমা বেগম, সোমা বেগম ও আলিফা বেগমকে বেত দিয়ে মারপিট করেন। আহত নাজমিনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এনিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চালন হয়েছে। সমঝোতার একাধিক উদ্যোগ ব্যর্থ হয়। শিক্ষার্থীদের তরফ থেকে আজ ঢাকা-সিলেট মহাসড়কে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচী দেয়া হয়েছে। এদিকে, দায়িত্বশীল একটি সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে ইস্যু বানিয়ে প্রাচীন ওই বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিশেষ একটি মহল। শিক্ষার্থীদের উস্কে দেয়ার নেপথ্যে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ইন্ধন দেয়ার অভিযোগ রয়েছে। উত্তেজনার অবসান ঘটিয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।