সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে দ্বিতীয় ধাপে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে দ্বিতীয় ধাপে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলেয়া জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এডঃ শিবলী খায়ের, সফিকুজ্জামান হিরাজ, রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাস, রেড ক্রিসেন্ট যুব প্রধান আশীষ কুমার কুরি, মোতাহের হোসেন রিজু প্রমুখ। উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট যুব সদস্য ইমতিয়াজ জাহান শাওন, সুমন দাস, সারোয়ার হোসেন, জেরিন আক্তার, জয় দাস, উজ্জল চন্দ্র দাস, মনি আক্তার, খলিলুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, রেড ক্রিসেন্ট বিশ্ব ব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে যেকোন দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়। এমনকি যুদ্ধ বিধ্বস্থ দেশগুলোতেও নিজেদের জীবনের ঝুকি নিয়ে তারা মানুষের সেবায় কাজ করে। তাদের কাজকে আমাদের সম্মান করতে হবে। তাদের সহযোগিতায়ও নিজেদের অবস্থান থেকে আমাদের এগিয়ে আসতে হবে। তাহলে তারা আরও উৎসাহিত হবে। তিনি যুবসমাজ ও বিত্তবানদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট মানুষের সেবায় কাজ করলেও এখনও আমাদের দেশে সংগঠনটি বেশ অবহেলিত। এখন আমাদের দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই তেমন সহায়তা মিলেনা। রেড ক্রিসেন্ট ভবনের দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, ভবনটি ইতিমধ্যেই বিভিন্ন স্থানে ফাঁটল ধরেছে। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com