স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম সেবা) এর ব্যক্তিগত উদ্যোগে চা-বাগানসহ চুনারুঘাটের বিভিন্ন স্থানে শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ১ হাজার ৪ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার।
পরে বিকালে হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া ব্রীজের পূর্বপাড়ে কাকিয়ারআব্দা, পূর্ব মাহমুদাবাদ এলাকার দরিদ্র মানুষের মাঝে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ২ শতাধিক শীর্তবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া।