প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘নিজেদের দায়িত্বশীলতা ও কর্মতৎপরতা দিয়ে পৌরসভাকে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিনত করা সম্ভব। সবাই যার যার অবস্থানে আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে পৌরসভার ভাবমূর্তি উজ্জল হবে। সাথে সাথে এ প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের ভাবমূর্তিও উজ্জল হবে। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। এডঃ মোঃ আবু জাহির তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাতে বাসভবনে যান হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ দিলীপ দাসসহ কাউন্সিলর ও পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। তিনি বলেন বিগত দিনগুলোতে বর্তমান সরকারের উন্নয়নের ধারায় হবিগঞ্জ পৌরসভাকে যুক্ত করা হয়নি বলে এ পৌরসভা প্রত্যাশিত উন্নয়ন হতে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, হবিগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী তাদের অবস্থান হতে আন্তরিকভাবে কাজ করলে প্রত্যাশিত সুচক অর্জন করা সম্ভব হবে। আর প্রত্যাশিত সুচক অর্জন করতে পারলেই ইউজিআইআইপিতে টিকে থাকবে হবিগঞ্জ পৌরসভা। অতীতে সব গ্লানি মুছে নতুনভাবে পৌরসভার কর্মকান্ডকে জোরদার করতে তিনি পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান।
এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমি সবসময় হবিগঞ্জ পৌরবাসীর সাথে থাকবো। পৌরসভার চলমান সংকট নিরসনের জন্য এডঃ মোঃ আবু জাহির এমপি তাৎক্ষনিক উদ্যোগ নেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ দীলিপ দাস, কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, অর্পনা পাল ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মতবিনিময় শেষে পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।