রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বাহুবল আওয়ামীলীগের সংবর্ধনা সভায় মিলাদ গাজী এমপি ॥ প্রথম সংসদেই বাহুবলকে পৌরসভায় উন্নীত করণের দাবি তোলে ধরবো

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৪৮৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলছেন, বাহুবলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পৌরসভা বাস্তবায়ন। আমি প্রথম সংসদেই বাহুবলবাসীর এ দাবি উত্তাপন করে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করবো। তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ছিল আপনাদের দায়িত্ব, এরপর থেকে এ অঞ্চলের উন্নয়ন আমার দায়িত্ব। আমি সাধ্যমতো সততার সাথে এ দায়িত্ব পালন করবো। আমি এমপি নই, আপনারা এমপি, আমি আপনাদের সেবক। আজীবন সেবা করার মাধ্যমেই আমি আমার দায়িত্ব পালন করতে চাই। তিনি আরো বলেন, আপনারা সকলকে সাথে নিয়ে আমি বাহুবল উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে, তার দ্রুত সমাধান করবো। তিনি গতকাল বুধবার বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দেয়া সংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ সিরাজুল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগ সভাপতি মকলিছুর রহমান মাস্টার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ফারুকুর রশিদ, উপজেলা তরুনলীগের আহ্বায়ক আব্দুল মজিদ তালুকদার ও যুগ্ম আহ্বায়ক মোঃ আয়াত আলী, তাঁতীলীগের সভাপতি রাসেল আহমেদ, বঙ্গবন্ধু সংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক আলমগীর, বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক স্বপন চৌধুরী, তরুনলীগ নেতা সাহাবুদ্দিন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন, উলামালীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিষদ বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, জেলা তাঁতীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, আসকার আলী ও শাহ আহমেদ আওলাদ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, আব্দাল মিয়া, বশির আহমেদ, সোহেল আহমেদ কুটি, আব্দুল কদ্দুছ, ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলমসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com