নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিষধর সাপের দংশন থেকে অল্পের জন্য রক্ষা ফেল হিরা মিয়া নামে এক যুবক। পরে অবশ্য সাপটিকে মারা হয়। হিরা মিয়ার বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামে। গতকাল মঙ্গলবার বিকেলে গাড়ী চালক হীরা মিয়া বাড়ির পার্শ্ববর্তী জোয়ালভাঙ্গা হাওড়ে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় তার জালে একটি বিষধর গোকরো সাপ ধরা পড়ে। এ সময় সাপটি তার দিকে তেড়ে আসে। বেগতিক অবস্থায় জীবনের ঝুকি নিয়ে বিরাটার সাপটি মেরে ফেলতে সক্ষম হয়। খবর পেয়ে উৎসুখ জনতা সাপটিকে এক নজর দেখার জন্য ভীড় জমায়।