স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর আলমপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ৮ দাঙ্গাবাজকে আটক করেছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মাস্টর মিয়া গোষ্ঠির সাথে রিপন মিয়ার গোষ্ঠির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল বিকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টা যানবাহন চলাকাল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ও বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আপ্রান চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেটাবিদ্ধ অবস্থায় রিপন মিয়া (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া সুলতান মিয়া (২০) ও মোতাচ্ছির (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেক আহতরা পুলিশের ভয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি। বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়। এদিকে ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় আবারও সংঘর্ষ হতে পারে।