প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শুক্রবার দুপুরে ৩ শতাধিক দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং ইউনিটের কার্যনির্বাহী সদস্য শফিকুজ্জামান হিরাজের পরিচালানায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ভাইস চেয়ারম্যান শফিকুল বারী আওয়াল, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, ইউনিট অফিসার সফিউল খন্দকার, রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান পংকজ কান্তি পল্লব, যুব সদস্য বিক্রম চন্দ, রুবেল মিয়া, সারোয়ার হোসেন জয়, ইকবাল মিয়া, জয় দাস, সজীব চৌধুরী প্রমুখ।