স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বার বার নির্বাচিত প্রেসিডেন্ট ও আসন্ন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে সমর্থন জানিয়েছে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ। এ উপলক্ষে গতকাল শনিবার রাত ৮টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ নেতা শিবলী, আব্দুল কদ্দুস, শাহবাজ আলী, স্বপন লাল বণিক, সুজিব বণিক, হিরাজ মিয়া, হাবিব খান, সাইদুজ্জামানা জাহির, শেখ মামুন, বিরেন্দ্র সরকার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন, অমিয়, পারভেজ, কাজল সরকার, শিপন, পিন্ট দাস, শামীম খান, শায়েল, ফজলুল করিম, শওকতসহ পৌর আওয়ামীলীগ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রচার-প্রচারণা অব্যাহতসহ বিভিন্ন কর্মসূচি পালনে সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এছাড়াও সভায় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির-এর হাতকে শক্তিশালী করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলেই সহযোগিতা করবেন। যদি আপনাদের সহযোগিতা ও ভোট পেয়ে নির্বাচিত হই তাহলে এমপি এডভোকেট আবু জাহিরের নেতৃত্বে হবিগঞ্জ পৌর এলাকা তথা উপজেলাবাসীর মঙ্গল কামনায় সর্বোত্তম চেষ্টা করবো এবং উপজেলাকে আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।