স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-শাহজীবাজার সড়কে যাত্রীবেসে সিএনজিতে ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা সিএনজি চালক সালাম মিয়া (২২) কে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে রেখে যায়। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহত সালাম মিয়া জানান, গতকাল বিকালে নাসিনগর থানার ধরমন্ডল থেকে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে আসেন। এখান থেকে ফিরার পথে ওলিপুর থেকে যাত্রী নিয়ে বাঘাসুরার উদ্দেশ্যে রওনা দেয় চালক। পথিমধ্যে ওই যাত্রী কৌশলে তাকে ফতেহ গাজী মাজারে দিকে নিয়ে যায়।
উল্লেখিত সময়ে যাত্রীবাহী সিএনজিটি নির্জন স্থানে পৌছতেই পূর্ব থেকে উৎপেতে থাকা কয়েকজন যুবক সিএনজিটির গতিরোধ করে চালককে জিম্মি করে নেয়। পরে দুর্বত্তরা চালকের কাছ থেকে সবর্¯^ লুটে নিতে চাইলে চালক বাধা দেয় এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে। পরে ওই চালকের শোরকিৎকারে কয়েকজন ব্যক্তি এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।