মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট বিভাগের ডিআইজি মোঃ মকবুল হোসেন ভূইয়া বলেছেন. পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাই পুলিশের কাজ। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনসাধারনকে এগিয়ে আসতে হবে। এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করতে হবে।
তিনি গতকাল বুধবার মাধবপুর উপজেলার মনতলা তদন্ত কেন্দ্রের আনুষ্টানিক উদ্বোধনকালে উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম, বহরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।