নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল ঐতিহাসিক ১০ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট টিলাগড় বিকেল ৫টায় বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর কবি নাজনীন আক্তার কনার বাসার কনফারেন্স রুমে তাঁর সভাপতিত্বে কবি সংসদ বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদের সহ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ও প্রচার সম্পাদক লাহিন নাহিয়ান তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কবি কোকিল দাশ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সিরাজুল হক, কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, শিশুসাহিত্যিক জসীম আল ফাহিম ও কবি লিটন দাশ লিকন। আলোচনা ও কবিতা পাঠে অংশ গ্রহণ করেন সংসদের সিনিয়র সহ-সভাপতি কবি তারেশ কান্তি তালুকদার, কবি উত্তম চৌধুরী, কবি জয় নারায়ণ ভট্টাচার্য, শহিদুল ইসলাম লিটন, সৈয়দ মুক্তদা হামিদ, মো. হেলাল উদ্দিন দাদন, মোছা. মুকাদ্দিছা চৌধুরী, অজয় বৈদ্য অন্তর, ময়না সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক কবি দেবব্রত রায় দীপন।