মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ গ্রাহক হচ্ছেন ব্যাংকের প্রাণ, গ্রাহক সন্তোষ্ট রাখতে পারলেই ব্যাংকের সুনাম বৃদ্ধি পাবে, আমাদের মনে রাখতে হবে কোনক্রমেই একজন গ্রাহক যেন আমাদের আচরণে অসন্তোষ হয়ে ব্যাংক বিমুখ না হয়। গতকাল বানিয়াচং পূবালী ব্যাংক বড়বাজার শাখার বিদায়ী শাখা ব্যবস্থাপক এজিএম কবির আহমেদ চৌধুরী তার বিদা অনুষ্টানে একথাগুলো বলেন। ব্যাংকের কর্মকর্তা জালাল হোসেন সিদ্দীকির পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত ব্যবস্থাপক প্রবীর রঞ্জন সাহা। প্রধান অতিথি ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব হারুন মিয়া, মোঃ লুৎফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী কৃষ্ণ দেব, মুতিউর রহমান প্রমূখ। শেষে বিদায়ী শাখা ব্যবস্থাপক এজিএম কবির আহমেদ চৌধুরীর হাতে শুভেচ্ছা উপহার তোলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।