স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গত ৯ জানুয়ারী বুধবার উপজেলার কাকাইলছেও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এর নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওয়াহিদ মিয়ার হোটেল রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, আলী ছাত্তার মিয়ার হোটেল রেষ্টুরেন্টকে ১ হাজার, জামির হোসেন কসমেটিক্স ১ হাজার, সুভাষ সরকারের ফার্মেসীকে ২ হাজার টাকাসহ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আমজাদ হোসেন।