প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ব্যাটারি চালিত অটো রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে হবিগঞ্জ শহরের কোর্ট ষ্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ গুনি মিয়া।
আশরাফ আহমেদ হারুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মোঃ আব্দুল আজিজ ইউনুছ, আব্দুল গণি, ওয়াহিদ মিয়া, সাজন মিয়া, মনু মিয়া, শেখ সুমন, মইনুল ইসলাম, ছাবু মিয়া, সুমন মিয়া, আমির, ফরিদ মিয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোঃ গুনি মিয়াকে সভাপতি, মোঃ আব্দুল আজিজ ইউনুছ ও মোঃ আব্দুল গণিকে সহ-সভাপতি, মোঃ আশরাফ আহমেদ হারুনকে সাধারণ সম্পাদক, আব্দুল ওয়াহিদ মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শেখ সুমনকে সাংগঠনিক সম্পাদক ও মইনুল ইসলামকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ব্যাটারি চালিত অটো রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।