শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

ভারতীয় গ্রামবাসীর পিটুনিতে নিহত চুনারুঘাটের ॥ ৩ বাংলাদেশীর লাশ রাতের আধাঁরে ফেরত দিয়েছে ভারত

  • আপডেট টাইম বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দু’দফা স্থান ও সময় পরিবর্তনের নাটকীয়তা শেষে ভারতীয় নাগরিকদের গনপিটুনীতে নিহত ৩ বাংলাদেশীর মরদেহ বিএসএফ গতকাল সোমবার রাত পৌণে ৮টায় বিজিবি’র কাছে হস্তান্তর করেছে। বিএসএফ এর উপ-কমান্ডিং অফিসার বীরেন্দ্র বাজপাই এর নেতৃত্বে বিএসএফ চুনারুঘাটের বাল্লা সীমান্ত এলাকার কেদারাকোট নাম 8স্থানে বিজিবি ১৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল সাইফ উদ্দিন কাউছারের নিকট লাশ ৩টি হস্তান্তর করেন। লাশ হস্তান্তরকালে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী, 7ভারতের খোয়াই থানার ওসি এন চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিজিবি ১৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল সাইফ উদ্দিন কাউছার লাশ গ্রহনের পর চুনারুঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে পুলিশ নিহত চুনারুঘাট উপজেলার 5গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের মফিজ উল্লাহর পুত্র আনোয়ার আলী (৩২), উসমানপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র সুন্দর আলী (৩৭) ও হাপ্টার হাওড় (সাদ্দাম বাজার) সুন্দর আলীর পুত্র ছিদ্দিক আলী (৬০) এর আত্মীয় স্বজনকে লাশ বুঝিয়ে দেন।
গত ৬ এপ্রিল ভোর রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের গৌড়নগর এলাকার মজুমদারবাড়ী গ্রামের লোকজন ছিদ্দিক আলী, আনোয়ার আলী ও সুন্দর আলীকে পিটিয়ে হত্যা করে। হত্যাকান্ডের পর বিএসএফ লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করে। এদিকে এ হত্যাকান্ডের খবর পেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ে মধ্যে লাশ ফেরতের দাবী জানায় বিএসএফ এর নিকট। এ নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে রবিবার দু’দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ গতকাল সোমবার সকাল ১০ টায় লাশ ফেরত দিবে বলে পত্রের মাধ্যমে জানিয়ে দেয় বিজিবিকে। পত্র পেয়ে বিজিবি নিহত ব্যক্তির আত্মীয়দের নিকট থেকে লাশ ফেরতের আনার ‘পাওয়ার অব এটর্নি’ আদায় করে পাঠায় বিএসএফ’র কাছে। এরপর বাল্লা স্থলবন্দর এলাকায় বিকাল সাড়ে ৪টায় লাশ ফেরত দেয়া হবে বলে জানিয়ে দেয় বিএসএফ। সে মোতাবেক বিজিবি ১৪ ব্যাটালিয়ান এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফ উদ্দিন কাওসার, চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী, চুনারুঘাটের গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিকসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাল্লা স্থলবন্দরে উপস্থিত হন। এ সময় দু’দেশের আইন-শৃংখলা বাহিনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। কিন্তু বিকাল ৫ টায় হঠাৎ বিএসএফ লাশ ফেরতের স্থান ও সময় পরিবর্তন করে সীমান্তের ১৯৬৬ নম্বর মেইন পিলার বরাবর কেদারাকোট নামক স্থান দিয়ে লাশ হস্তান্তর করবে বলে বিজিবিকে জানায়। সে মোতাবেক সন্ধ্যা সোয়া ৭ টায় লাশ ফেরত দেয়ার ঘোষনা দেয়। বিএসএফ’র স্থান ও সময় পরিবর্তনে ক্ষোভ দেখা দেয় উপস্থিত সাংবাদিক ও লোকজনের মাঝে। পরে রাত পৌণে ৮ টার দিকে রাতের আঁধারে কেদারাকোট দিয়ে নিহত ব্যক্তিদের মরদেহ বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। লাশ গ্রহনকালে বিজিবি ১৪ ব্যাটালিয়ান এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফ উদ্দিন কাওসার বিএসএফ এর উপ-কমান্ডিং অফিসার বীরেন্দ্র বাজপাইকে লক্ষ্য করে বলেন, ভুল করে কেউ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারে। এজন্য তাকে হত্যা করা মানবাধিকার লঙ্ঘন। নিয়মানুযায়ী তাকে আটক করে বিজিবির নিকট হস্তান্তর বা জেলে প্রেরন করতে পারেন। কিন্তু হত্যা করা খুবই অন্যায়।
এদিকে লাশ গ্রহণ শেষে বিজিবি ১৪ ব্যাটালিয়ান এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফ উদ্দিন কাওসার সাংবাদিকদেরকে বলেন, ৬ এপ্রিল হারিয়ে যাওয়া গরু খোঁজ করতে গিয়ে ওই ৩ বাংলাদেশী রাতের আধারে ভুল করে ভারতে ঢুকে পড়ে। এ সময় ভারতের সন্ত্রাসীরা তাদেরকে বেধরক পিটিয়ে হত্যা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com