মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরষপুর বাজারে অগ্নিকান্ড ঘটে ৫ টি দোকান ভষ্মিভুত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত কওে বলতে পারিনি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, তারা এখন নিস্ব হয়ে পড়েছেন। ঘরসহ দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে। মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা দে’ জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারি ভাবে কোন দান অনুদান দিয়ে পূর্নবাসিত করা যায় কিনা প্রশাসনের পক্ষ থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আক্তার হেলেন।