মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা ভূমি অফিসে দুই কর্মচারির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে জগদীশপুর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ভূমি অফিসে সেবা নিতে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ভূমি অফিসে অফিস সহকারী লিটন মিয়া ও সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি চালক শরীফ মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হঠাৎ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুজন অফিসের মধ্যেই একে অপরকে কিলঘুষি ও লাথি মারতে থাকে এতে দুজনই সামান্য আহত হয়। এ অবস্থা দেখে অফিসের লোকজন দ্রুত ছোটে এসে মারামারি থামিয়ে দেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, কি নিয়ে দুজনের মধ্যে এমনটি হয়েছে তা আমার জানা নেই। তবে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।