স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিষাক্রান্ত কাশেম আলী (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার গজারিয়া কান্দি গ্রামের মৃত আকবর আলীর পুত্র। গত শনিবার দিবাগত রাত ১২টার সময় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি।
সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গত শনিবার সন্ধ্যায় কাশেম আলী সকলের অগোচরে বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হবিগঞ্জ সদর থানার এসআই ইদ্রিছ আলী লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে।