স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার দেশে আনা হবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের লাশ। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন। তিনি জানান, আগামী শনিবার বিকেলে সৈয়দ আশরাফুল ইসলামের লাশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হবে।
সৈয়দ আশরাফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারী) রাত ১০টার দিকে থাইল্যান্ডের হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসারত ছিলেন সৈয়দ আশরাফ। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।