মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং এর তরুণী জনি বেগম (১৬) নিখোজ হওয়ার ১৮ দির পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কাগাপাশা ইউনিয়নের উমরপুর হাওর এলাকা থেকে তার অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত জনি বানিয়াচং উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত আজমান মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জনি বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুর রহিমের (২২) প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে গত ২০ মার্চ জনি বেগম নিখোঁজ হন। এর পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। নিখোঁজের পরপরই প্রেমিক আব্দুর রহিম ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। এদিকে গতকাল সকালে স্থানীয়রা ইউসুফপুর গ্রামের পার্শ্ববর্তী কোনার বন্দ হাওরে একটি অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি জনির বলে সনাক্ত করেন। এ ব্যাপারে নিহত জনি বেগমের ভাই আলমগীর মিয়া বাদী হয়ে জনি বেগমের প্রেমিক আব্দুর রহিমসহ ৫জন এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। অপর আসামীরা হচ্ছে-আব্দুর রহিমের বন্ধু বশির মিয়া চৌধুরী, ছাবি রহমান, আহাদ চৌধুরী ও সফর আলী।