স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চন্ডিচড়া চা-বাগানের আঞ্চলিক সড়কে মনুহর নাইলু (৮০) নামে এক বৃদ্ধ ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা। গত বুধবার দুপুরে ওই সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একটি বালু বোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপতাালে ভর্তি করেন। ওই দিন রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার এসআই পলাশ চন্দ্র দাস ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করেন।