স্টাফ রিপোর্টার ॥ শহরের মোহনপুর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে একদল যুবকের হামলায় সেলিম মিয়া (৩৫) নামে এক আইনজীবি সহকারী আহত হয়েছে। তিনি ওই এলাকার হুকুম আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার বাচ্চু মিয়ার সাথে তার তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাচ্চু মিয়ার লোকজন তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ওই যুবকরা পালিয়ে যায়।