মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ২টি ইউনিয়নের ৪টি গ্রামের প্রায় ৩০টি ঘর সহ অসংখ্য গাছপালা ও জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । মঙ্গলবার ভোর রাতে সৃষ্ট কালবৈশাখী ঝড়ের আঘাতে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর, ইটাখোলা, শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর ও সুরমা চা বাগানের মালডুবা গ্রামে প্রায় ৩০টি ঘর উড়িয়ে নিয়ে যায়, ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ফসলী জমি। পরমানন্দপুর গ্রামের ইয়াছিন মিয়া, ইউসুফ মিয়া, সিরাজ মিয়া তাদের বাড়ীতে ৫টি ঘরের মধ্যে ৪টি ঘরই বিধস্ত হয়েছে। এ ছাড়া অহিদ মিয়া, খোকন মিয়া, আয়েশা বেগম ও মঞ্জু মিয়া, রসুলপুর গ্রামের আব্দুল বারেক, মাহমুদুল হাসান, জসিম উদ্দীন, ফারুক মিয়া ইটাখোলা ষ্টেশনের সাধন দেব, মিলন মিয়া ও বাবুল মিয়ার ঘর ঝড়ে উড়ে গেছে। সুরমা চা বাগানের সিনিয়র সহকারী ব্যবস্থাপক মিন্টু দেব রায় জানিয়েছেন, সুরমা চা বাগানের মালডুবা গ্রামের শ্র্রমিকদের ৫টি ঘর উড়ে গেছে ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানিয়েছেন, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলায় ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠিয়েছেন।