নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র ও নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে প্রত্যেককে। স্বপ্ন না দেখলে জীবনে সফল হওয়া যায় না। তাই সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ঘুমে যে স্বপ্ন দেখি তা প্রকৃত স্বপ্ন নয়। আমাদের জেনে বুঝে ভবিষ্যতের জন্য অত্যন্ত সচেতনভাবে বাস্তবতার নিরিখে স্বপ্ন দেখে দেখে অগ্রসর হতে হবে।’ তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনারা মনে রাখবেন লেখাপড়া করা আপনাদের মৌলিক ও নাগরিক অধিকার। তাই আপনাদের সঠিকভাবে লেখাপড়া করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ মানুষের ইচ্ছেশক্তি মানুষকে সামনেরদিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের প্রথমে নিজের ইচ্ছে শক্তিকে জাগিয়ে তুলতে হবে।’ তিনি এই স্কুলকে প্রতিষ্ঠিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতা থাকলে আমরা আমাদের এই পৌর স্কুলকে কয়েক বছরের মধ্যেই পৌর আইডিয়াল স্কুল এন্ড কলেজে রূপান্তরিত করতে পারবো, ইনশাআল্লাহ।’ তিনি পৌরপরিষদ, ভূমিদাতাবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় পৌর আইডিয়াল স্কুলের নিজস্ব ভবন নির্মিত হয়েছে বলে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি গতকাল সকাল ১১ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে নবীগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রাধীন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের নব নির্মিত ভবন ও ‘বই বিতরণী উৎসব-২০১৯’ এর শুভ উদ্বোধন করে উপরোক্ত কথাগুলো বলেন। পৌর কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম ও সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তীর যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, অধ্যাপক মুজিবুর রহমান, কাউন্সিলর মো. আঃ ছালাম, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, বশির আহমদ চৌধুরী, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মাওঃ আব্দুল রকিব হক্কানী, এডঃ শাহ নূর আলম সানু, শিহাব আহমেদ চৌধুরী, অশোকতরু দাশ, রঙ্গলাল রায়, সাদিকুর রহমান শিশু, হারুণ মিয়া, আবু বকর চৌধুরী এহিয়া, সৈয়দ জাহির আলী, আহমদ ঠাকুর রানা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন মাও. আব্দুল রকিব হক্কানী, গীতাপাঠ করেন স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, স্কুল ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরচিত কবিতাপাঠ করেন পৃথ্বীশ চক্রবর্ত্তী। সারেগামা সংগীত একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক যতীন্দ্র দাশ সামন্ত, আফরোজ মিয়া চৌধুরী, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর মো. কবির মিয়া, কাউন্সিলর মো. সুন্দর আলী, কাউন্সিলর জায়েদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা ও নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের সদস্য সচিব শেখ মো. জালাল উদ্দিন, পৌরসচিব মো. আজম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, মাহমুদ চৌধুরী, ছালিক মিয়া চৌধুরী, সাইফুর রহমান মালিক, কণ্ঠশিল্পী বিন্দু সূত্রধর, প্রণব কান্তি দেব, ফজলুল হক, হায়দার আলী খান, আবুল কালাম মিঠু, নাছির আহমেদ চৌধুরী, সাহেল আহমেদ, মাহফুজ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে স্কুলের ভূমিদাতাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা স্বরূপ ‘ভূমিদাতা স্বীকৃতিপত্র’ ও কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী-সহ অতিথিবৃন্দ।