নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মহিলার পা দ্বি-খণ্ডিত হয়ে গেছে। দুর্ঘটনায় আহত মহিলার নাম সবজান বিবি (৭০)। তিনি নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের এরশাদ উল্লার স্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের আক্রমপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় মহিরা সবজান বিবি রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সবজান বিবির ডান পা দ্বি-খন্ডিত হয়। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।