নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ওই উপজেলার পৃথক স্থানে। এতে আহতরা হলেন-নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের তছকির মিয়ার পুত্র লাল মিয়া (৩৫), তার স্ত্রী শাহেনা বেগম (২৫), বাউসা ইউনিয়নের বাঁশডর দেবপাড়া গ্রামের আনফর আলীর পুত্র সামছুল আলম (২৮), আবুল হোসেনের পুত্র মকবুল হোসেন (২২), আব্দুল জব্বারের পুত্র আরব আলী (২৮), পরশ মিয়ার পুত্র এমরান হোসেন (৩৩), দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের গোলাম হোসেনের পুত্র ইমরান হোসেন (২৪)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।