স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাদক ব্যবসায়ী রুমেল মিয়া (৩০) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগি অপর মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। গতকাল সোমবার রাত ৭টায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিুছর রহমানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে বাগুনিপাড়া সোনার মদিনা একাডেমির কাছ থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।