নবীগঞ্জ প্রতিনিধি ॥ পাগলা কুকুড়ের কামড়ে আহত হয়েছে শিশু মনিকৃষ্ণ দাশ (৬)। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার উপজেলার ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে।
সুত্রে জানা যায়, ওই গ্রামের মনিন্দ্র দাশের শিশু পুত্র মনিকৃষ্ণ দাশ (৬) বাড়ির পাশে খেলা করছিল। দুর থেকে দৌড়ে এসে একটি কুকুড় তাকে উপর্যুপরি কামড়িয়ে আহত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।