স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুত) মোহাম্মদ আব্দুল কুদ্দুস শামীমের বাবা পিডিবি’র সাবেক চাকুরীজীবী মোঃ আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। সোমবার দুপুর ১২টা ১০মিনিটে তিনি নাতিরাবাদের নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ দীলিপ দাসসহ সকল কাউন্সিলরবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের শান্তনা দিতে বাসায় যান। পরে প্যানেল মেয়র-১ দীলিপ দাসসহ সকল পৌরকাউন্সিলর মোঃ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সোমবার বাদ এশা চৌধুরী বাজার সুন্নী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।