প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের উমেদনগর পশ্চিম এলাকার বাসিন্দা মোঃ ফটিক খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উমেদনগর শাহজালাল সুন্নীয়া (রঃ) এর মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক সজলু। তিনি সংবাদপত্রে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রসঙ্গ গত ৩০ ডিসেম্বর রাত ৯ টার সময় ওই গ্রামের মৃত লাল মোঃ খানের পুত্র ও উমেদনগর শাহজালাল সুন্নীয়া (রঃ) এর মাদ্রাসা কমপ্লেক্সের কার্যকরী কমিটির পুরনো সদস্য মোঃ ফটিক খান (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ওই মাদ্রাসার কার্যকরি কমিটির সদস্য হিসেবে দায়িত্বপালন করছিলেন।