রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ-২ আসনে ১শ ৩০টি কেন্দ্র দখলের অভিযোগে পুনঃনির্বাচন দাবী ঐক্যফ্রন্ট প্রার্থীর

  • আপডেট টাইম সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ৮৪৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমাীর আল্লামা আব্দুল বাছিত আজাদ তার নির্বাচনী এলাকা বানিয়াচং ও আজমিরীগঞ্জে পুলিশ, প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় সরকার দলীয় লোকজন ১শ ৩০টি কেন্দ্র দখল করছে জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল আগাম প্রত্যাখ্যান করে পূনঃনির্বাচন দাবী করেছেন। ভোটের দিন গতকাল রবিবার বিকাল ৩টায় তাঁর নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে আব্দুল বাছিত আজাদ বলেন, আমার এজেন্টদের অনেক কেন্দ্রে প্রবেশ করতেই দেয় নাই। যারা ছিলেন তাদেরকেও কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। কেন্দ্র দখল করে টেবিল কাষ্টিংয়ে বাঁধা দেয়ায় অনেক এজেন্টকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। আলিয়া মাদ্রসা কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট ছাদিরুজ্জামান খান জোসেফকে টেনে হিচড়ে বের করে মাঠের মধ্যে ফেলে প্রকাশ্যে বেধরক পিঠুনি দিয়ে তাকে গুরুতর আহত করেছে সরকার দলের নেতা রিপন চৌধুরীর নেতৃত্বে অর্ধশত সন্ত্রাসীরা। এ ব্যাপারে প্রশাসনের সহযোগীতা চাইলে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো আমাকে হুমকি দেয়া হয়েছে। তিনি বলেন, এতেই প্রমান হয় দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংবাদ সম্মেলনে আব্দুল বাছিত আজাদ বলেন, অতীতে আমরা অনেক নির্বাচনে অংশ গ্রহন করেছি। কয়েকবার হেরেছিও। কিন্তু বানিয়াচং আজমিরীগঞ্জে এভাবে সংবাদ সম্মেলন করে পূনঃনির্বাচন দাবী করার মত কোন পরিস্থিতি হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ বলেন, প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেইনি। বিভিন্ন কেন্দ্রে ভোটাররা ভোট দিতে গেলে তাদেরকে ব্যালট সরবরাহ করা হয়নি। দ্ইু উপজেলায় জাল ও টেবিল কাষ্টিংয়ের মহোৎসব হয়েছে। তাই পূনরায় নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করবেন বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি দাবী করেন সুষ্ঠু নির্বাচন হলে লক্ষাধিক ভোটের ব্যবধানে এ আসনে ধানের শীষ বিজয়ী হতো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট এহতেশামুল হক শামীম, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ আহমেদ ঠাকুর, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com