প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গত ৬ এপ্রিল বিকেলে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরস্থ হাজারী কমিউনিটি সেন্টারে নির্বাচনোত্তর এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোস্তফা আহমদ এর সভাপতিত্বে ও জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাহিদ আলী, নবীগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা জামায়াত আমীর মাওলানা আশরাফ আলী, হবিগঞ্জ পৌর জামায়াত আমীর কাজী মহসীন আহমেদ, জমিয়ত নেতা মাওলানা শায়খ আব্দুর রকীব হক্কানী, নবীগঞ্জ পৌর আমীর সাইদুল হক চৌধুরী, সৈয়দ শওকত আলী, আব্দুল মালিক চৌধুরী, উপজেলা শিবির সেক্রেটারী তারেকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশ নেতা সালেহ আহমেদ, মাওলানা আবু সালেহ, নূরুল হক, পৌর জামায়াত সেক্রেটারী আহমদ হোসাইন, এস.এ মুসা, আব্দুর রহিম, মোঃ জাকির হোসেন, জমিয়ত নেতা মাওলানা সামছুল ইসলামী নূরী, হাজী শফিক মিয়া লেচু, লোকমান আহমদ, আব্দুল মুকিত পাঠান, মুন্তাকিম আহমদ, মোঃ আক্কাছ আলী প্রমুখ।
প্রধান অতিথি কাজী মাওলানা মখলিছুর রহমান দেশ ও ইসলাম রক্ষার জন্য দূর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। নবীগহ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন তা যেন পরিশোধ করতে পারি এ জন্য তিনি সকলের দোয়া, সহযোগিতা পরামর্শ কামনা করেন। সিলেট মহানগর জামায়াত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম তার বক্তব্যে বলেন, মাওলানা আশরাফ আলী বিজয়ী হওয়া নবীগঞ্জবাসীর সর্বোচ্চ ত্যাগের ফসল। এই বিজয়কে কাজে লাগিয়ে সক্রিয়ভাবে সমাজের বিভিন্ন উন্নয়নের ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি জেলা জামায়াত সেক্রেটারী মাওলানা মোশাহীদ আলী উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন।