মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর বাস ষ্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন বিকেল ৪টার দিকে দুই পথচারী রাস্তা পারাপারের সময় সিলেটমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৪-১৩৩৯) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত (৪৫) পুরুষ ও অজ্ঞাত (৬) একটি মেয়ে মারা যায়।