স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বৈধ কাগজ পত্র ও নানা অনিয়মের অভিযোগে ২২টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনব্যাপী শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনিছুজ্জামান জানান, নির্বাচনে শান্তি-শৃংখলা বজায় রাখতে পুলিশ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন কারণে ২২টি সাইকেল আটক করা হয়। তিনি আরও জানান, মোটরসাইকেল আরোহীরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। এ অভিযান অব্যাহত থাকবে।