স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী হাজী লোকমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর। গত বৃহস্পতিবার সকাল ৭টায় নিজ বাসভবনে কিডনী জনিত কারণে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি ওই এলাকার বাসিন্দা মৃত হাজী মোতাব্বির চৌধুরীর বড় ছেলে এবং পুরান মুন্সেফী এলাকার ফ্যামিলি স্টোরের স্বত্ত্বাধিকারী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিকাল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।