ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গাজী শাহনওয়াজ মিলাদ এর সমর্থনে নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণায় বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই দিনারপুর পরগণার বিভিন্ন গ্রাম থেকে মানুষ সভাস্থলে উপস্থিত হতে থাকে। এছাড়াও উক্ত সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে ট্রাকে করে শত শত মানুষ সভাস্থলে উপস্থিত হন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইজাজুর রহমান চৌধুরী সভাপতিত্বে ও গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমশেদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে এক যুগে কাজ করতে হবে। নির্বাচন অতি নিকটে, দিনারপুর পরগণার অনেক সুনাম রয়েছে, এই দিনারপুরবাসী ঐক্যবদ্ধ থাকার কারণে এই এলাকার সন্তান প্রয়াত দেওয়ান ফরিদ গাজী, শাহ এএমএস কিবরিয়া, মাহবুবুর রব সাদী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মন্ত্রীও হয়েছেন, আগামীতেও আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবিগঞ্জ-১ আসনে মিলাদ গাজীকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। উক্ত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ, নুর উদ্দিন (বীর প্রতীক), এডঃ মোঃ মাজু মিয়া, এডঃ আতাউর রহমান, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবা জেবিন, কেন্দ্রীয় আওয়ামীলীগের পর্যবেক্ষক উপ কমিটির সদস্য ফাহিমা চৌধুরী মনি, গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, আবু সিদ্দিক, মুহিবুর রহমান হারুন প্রমুখ। নির্বাচনী সভায় দিনারপুর পরগণার ৩টি ইউনিয়নসহ উপজেলার বিভিন্নস্থান থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।