আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় সুরমা চা বাগান থেকে চুরি করে বালু পাচারকালে বালু ভর্তি ট্রাক্টর আটক করেছে বাগান কর্তৃপক্ষ। তবে চালকসহ কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মাধবপুর থানায় ট্রাক্টরচালকসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মাধবপুর থানায় মামলা হয়েছে। সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাসেম জানান, গতকাল বৃহস্পতিবার ভোর রাতে সুরমা চা বাগানের ১০নং সেকশনের একটি ছড়া থেকে চোরাই পথে ট্রাক্টরযোগে বালু নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ভর্তি ট্রাক্টর আটক করা হয়। পরে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় চালক ফুরুক মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ নামে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। বাগানের শ্রমিক নেতারা জানান, সুরম চা বাগানের কিছু অসৎ লোকের সহযোগিতায় চা বাগান থেকে দীর্ঘদিন ধরে চোরাই পথে বালু পাচার হচ্ছে। মাধবপু থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রোকনউজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন বাগান কর্তৃপক্ষ বালু ভর্তি ট্রাক্টর আটক করে থানায় সোপর্দ করে একটি মামলা দিয়েছে।