প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মানোনিত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপির সমর্থনে হবিগঞ্জ ও লাখাইয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত তারা হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া বাজার, লাখাই উপজেলার মাদনা বাজার, মাদনা পূর্ব হাটি, বেগুনাই, ভবানীপুর, বলাকান্দি, ভরপুর্নিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভায় বক্তৃতা করেন। বক্তারা এডভোকেট মোঃ আবু জাহির এমিপর ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সাধারণ মানুষের স্বার্থে আবারো তাকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
গণসংযোগে অংশ নেন- জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সর্দার, সিনিয়র সহ-সভাপতি আবু নাছের চৌধুরী সাজু, সহ-সভাপতি ও শায়েস্তাগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক ক্বারী আলহাজ্ব আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আশিকুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।