প্রেস বিজ্ঞপ্তি ॥ মেজর জেনারেল এম.এ রব গবেষনা পরিষদ হবিগঞ্জ-এর (২ বছর মেয়াদি) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৩রা নভেম্বর বিকেল ৩ টায় স্থানীয় টাউন হলের নিচতলায় উক্ত কমিটি গঠলকল্পে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদের পরিচালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুনরায় পূর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি আলহাজ্ব জিতু মিয়াকে আহবায়ক ও সংগঠনের সক্রিয় ২০ কার্যনির্বাহী সদস্যকে সদস্য মনোনীত করা হয়। এই কমিটির মাধ্যমে আগামী ২ বছরের জন্য প্রতিদ্বন্দ্বিতা অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়, গত ৮ ডিসেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় এবং সংগঠনের আজীবন সদস্য শাহ কিম্মত আলীকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেয়া হয়। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গত ১১ ডিসেম্বর কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আলহাজ্ব জিতু মিয়া চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জয় রায় নির্বাচিত হন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে এম.এ ওয়াহিদ, মোহাম্মদ কামরুজ্জামান খান ইমরান ও কামাল আহমেদ (৩ জন) প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে এম.এ ওয়াহিদ পান ১৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বি কামরুজ্জামান খান ইমরান পান ৫ ও কামাল আহমেদ পান ০ ভোট। এতে নির্বাচন কমিশন এম.এ ওয়াহিদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করেন। এছাড়াও আব্দুর রহিম মেম্বারকে সিনিয়র সহ-সভাপতি, সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সি. ওয়ারেন্ট অফিসার (অবঃ) শাহ কিম্মত আলী ও ব্যাংকার বদর উদ্দিন আহমেদকে সহ-সভাপতি, মুহাম্মদ কামরুজ্জামান খান ইমরানকে যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল আলীম আবদাল ও মহিবুর রহমানকে সহ-সাধারণ সম্পাদক, শাহ জয়নাল আবেদীন রাসেলকে সাংগঠনিক সম্পাদক (২), কামাল আহমেদকে কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল হাইকে প্রচার সম্পাদক, ওয়াহিদুর রহমান চৌধুরী টিটুকে সহ-প্রচার সম্পাদক, ডাঃ শফি আহমেদকে দপ্তর সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতীকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, হারন মিয়া দানিছকে সহ-দপ্তর সম্পাদক, মাস্টার এম.এ ওয়াহেদকে সাহিত্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, রাসেন্দ্র চন্দ্র দাসকে সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, প্রভাষক জওহার মাহমুদকে আইন বিষয়ক সম্পাদক, রৌশন আরা ভূইয়া লাকি ও রেবা চৌধুরীকে মহিলা বিষয়ক সম্পাদক, আবু সাঈদ কাশেমকে ক্রীড়া সম্পাদক, পংকজ কান্তি দাশ পল্লবকে ছাত্র ও যুব সম্পাদক, মোঃ কুদ্দুছ আলী মনোহর, মোঃ শামছুজ্জামান, মোসাম্মদ রুমানা আক্তার তাহুরা, শাহ দরাজ, আঃ মন্নান, মোঃ ছমির উদ্দিন, মোঃ আঃ আহাদ, ফুল মিয়া ও সৈয়দ মশিউর রহমানকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়।