নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রয়োজনীয় লোকবল ও কাগজপত্র না থাকায় নবীগঞ্জের ২টি ব্রিক্স ফিন্ডকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম এর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল ও অবৈধ ব্রিক্স ফিন্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এসময় কালিয়ারভাঙ্গা এস.আই.এ ব্রিক্স ফিন্ডকে লাইসেন্স না থাকার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। পরে নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুরে অবস্থিত এমআরপি ব্রিক্স ফিল্ডে প্রয়োজনীয় লোকবল ও লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।