শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ॥ আহত ১৩ হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন ॥ কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার জুমার খুৎবায় মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী ॥ সন্তানদের পিছনে খরচ করা দান সাদকার মতোই সওয়াব চুনারুঘাটের মাদক ব্যবসায়ী নাসিরনগরে গ্রেফতার মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ২৪ ঘন্টায় অর্ধকোটি টাকার মাদক জব্ধ করেছে বিজিবি হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ১৫ পরিবারকে জেলা পরিষদের ২ লাখ টাকা করে আর্থিক অনুদান চুনারুঘাটে ভাইকে পিটিয়ে হত্যা ॥ ছোট ভাই আটক

কারচুপি এবং টেবিল কাষ্ট করেও আ.লীগের জিতা সম্ভব নয়-রেজা কিবরিয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫৫৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া সংবাদ সম্মেলনে বলেন, আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম, বিকাল ৫টায় একদল পুলিশ তাঁর বাসায় কোন ধরনের উস্কানী ছাড়াই হঠাৎ হামলা চালিয়ে ভাংচুর করে পুলিশ। আমার বাসায় তালা ভেঙ্গে পুলিশ বাসায় প্রবেশ করে তল্লাশী চালায়। এ সময় পুলিশ আসামী ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে আমাদের মালামাল তছনছ করতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী খবর পেয়ে শত শত লোক আসলে পুলিশ চলে যায়। এদিকে সন্ধ্যায় আমি আমার নির্বাচনী এলকার ভাটি অঞ্চলের হাওর এলাকায় আসলে কাজির বাজার নামক স্থানে পুলিশে সাত থেকে আট গাড়ী পোষাক পড়া ও পোষাক ছাড়া আমার গাড়ির বহরে সাথে থাকা কয়েকটি গাড়ি আটক করে ৩২ জন নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। এদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বাকিদের কোন মামলা ছাড়াই গ্রেফতার করেছে। পুলিশ আমার কোন প্রচারণা করতে দিবে না এটাই তাদের মুল উদ্দ্যেশ্য। আমি সন্দীহান এই ইলেকশন কমিশন কি করে সুষ্টু নির্বাচন করবে। আমি বিষয়টি পুলিশের ডিআইজি সহ নির্বাচন কমিশনকে জানিয়েছি। সরকারকে নির্বাচন কমিশন বলুক আমরা ভোট ছাড়া নির্বাচন চাই, বাংলাদেশে একটি পোষ্য বিরুধী দল হবে আমাদেরকে বলুক। সরকার আমাদেরকে বলুক যে বাংলাদেশে প্রতিযোগিতামুলক বিরুধী দল চাই না।
এক প্রশ্নের জবাবে রেজা বলেন, যতই বাধা আসুক তাদের নির্যাতনে আমাদের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। জনগন আমাদের সাথে রয়েছে। আমি জানি নির্বাচন সুষ্টু হবে না। তবুও জানি ৫০% সুষ্টু হলেই আমি পাশ করবো। নগ্ন কারচুপি টেবিল কাষ্ট করেও আওয়ামীলীগ জিতা সম্ভব নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com