স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ১৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাতে ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান জানান, নির্বাচনী প্রচারনার লিফলেট বিলি করতে করতে পাইকপাড়া আসার সাথে সাথে পুলিশ তাদের পথরোধ করে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ পুলিশ জেলা যুবদল সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীসহ ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- জেলা যুবদল নেতা নজরুল ইসলাম, দুলাল মিয়া, জেলা ছাত্রদল নেতা আল আমিন তালুকদার, আজিজ সিদ্দিকী, জয়নাল আবেদীন, শাহজাহান মিয়া, নুরুল ইসলাম তারেক, কায়েছ মিয়া, তৌহিদ মিয়া, জুয়েল মিয়া, নাজমুল আলম। ভাংচুর করা হয় কয়েকটি গাড়ি ও মোটর সাইকেল।
এ ব্যাপারে জি কে গউছ অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে পুলিশ আমাদের গাড়ি বহর আটক করে নির্বিচারে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। আমার গাড়ি থেকে জোরপূর্বক যুবদল ও ছাত্রদলের কর্মীদের ধরে নিয়ে যায়।